সারাদেশে সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক বদলির অনলাইন কার্যক্রম স্থগিত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। বুধবার (২ আগস্ট) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এক আদেশ জারি করে বদলির কার্যক্রম স্থগিত করা হয়েছে। তবে এ আদেশে আবেদন স্থগিত করার কারণ জানানো হয়নি।
অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন সুলতানা স্বাক্ষরিত আদেশে বলা হয়, একই উপজেলা ও থানার মধ্যে অনলাইনে প্রধান শিক্ষকদের বদলির কার্যক্রম নির্দেশক্রমে স্থগিত করা হলো।
আরও পড়ুন: ৮ বছরেও বাস্তবায়িত হয়নি প্রাথমিক প্রধান শিক্ষকদের দশম গ্রেড
এ বিষয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, অনলাইন বদলির জন্য সফটওয়্যার এখনো প্রস্তুত হয়নি। চূড়ান্ত আবেদন নেওয়ার আগে ট্রায়াল দেওয়া হবে। তারপরও সব ঠিক থাকলেও এ মাসের মাঝামাঝি আবেদন নেওয়া শুর হতে পারে।
জানা গেছে, গত রোববার প্রধান শিক্ষকদের বদলির আবেদন ৩ আগস্ট থেকে শুরুর বিষয়টি জানিয়ে আদেশ জারি করেছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তবে মঙ্গলবার বদলি কার্যক্রম স্থগিত করতে বলে মন্ত্রণালয়। এরপর বুধবার বদলি কার্যক্রম স্থগিত করা হলো।