পাঁচ দফা দাবিতে কর্মবিরতিতে যাচ্ছেন চবি কর্মকর্তারা

Image

প্রশাসনকে বেঁধে দেওয়া সময়ের মধ্যে পাঁচ দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় এবার মানববন্ধন ও কর্মবিরতির ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্মকর্তা-কর্মচারী যৌথ সংগ্রাম পরিষদ।

রোববার (১০ অক্টোবর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির নেতারা।

এ সময় সংগঠনটির মহাসচিব মো. আনোয়ার হোসেন লিখিত বক্তব্যে ১৮ অক্টোবর থেকে মানববন্ধন ও কর্মবিরতিসহ চার দফা কর্মসূচি তুলে ধরেন।

কর্মসূচিগুলো হলো- আগামী ১৮ অক্টোবর সাধারণ কর্মকর্তা-কর্মচারীবৃন্দের সঙ্গে মতবিনিময়, ১৯ অক্টোবর মানববন্ধন, ২১ অক্টোবর দুই ঘণ্টা কর্মবিরতি ও ২৪ অক্টোবর অর্ধদিবস কর্মবিরতি।

তাদের দাবিগুলো হলো-
১. প্রশাসক পদ বাতিলসহ অফিসারদের সকল পদ হতে শিক্ষকদের প্রত্যাহার।
২. কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি নির্বাচনী বোর্ড সভা বাস্তবায়ন।
৩. কর্মকর্তাদের ডিউ ডেট সুবিধা পূর্বের ন্যায় বহাল রাখা।
৪. তৃতীয় শ্রেণির কর্মচারীদের পদোন্নতির নীতিমালা সংশোধন-সংযোজন পূর্বক সময়োপযোগী করা এবং
৫. ওয়ারিশ সূত্রে চাকরি নিশ্চিতকরণ (বিশেষত যারা চাকরিরত অবস্থায় মারা গেলে) করতে বিগত ৩০ সেপ্টেম্বর ২০০২ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৩৯১তম সভার ৯(১) সিদ্ধান্ত বাস্তবায়ন।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।