পরীক্ষায় অসুদোপায়ের দায়ে শাস্তি পেলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৬৫ শিক্ষার্থী

Image

ডেস্ক,৪ এপ্রিল ২০২৩:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯ সালের প্রিলিমিনারী টু মাস্টার্স পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৬৫ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে পরীক্ষা শৃঙ্খলা কমিটি।

১৬ মার্চ জাতীয় ‍বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শৃঙ্খলা কমিটির সভায় অভিযুক্ত পরীক্ষার্থীদের ব্যাপারে এ সিদ্ধান্ত গৃহীত। মঙ্গলবার (৪ এপ্রিল) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন: ইবতেদায়ি শিক্ষকদের তিন মাসের অনুদানের চেক ছাড়

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯ সালের প্রিলিমিনারী টু মাস্টার্স পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে অভিযুক্ত পরীক্ষার্থীদের ব্যাপারে গত ১৬/০৩/২০২৩ তারিখে অনুষ্ঠিত পরীক্ষা শৃঙ্খলা কমিটির সভায় বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

বহিস্কৃত পরীক্ষার্থীদের নাম, কলেজের নাম, রেজিঃ নম্বর, রোল নম্বর, বিষয় ও অভিযুক্ত পত্রকোড ও বিভিন্ন ধারা মোতাবেক শান্তির মেয়াদ দেখুন এখানে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।