নূরে আলম সিদ্দিকীর মৃত্যুতে প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির শোক প্রকাশ

Image

প্রেস বিজ্ঞপ্তি: মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ছাত্রলীগের সাবেক সভাপতি নূরে আলম সিদ্দিকীর মৃত্যুতে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি গভীর শোক প্রকাশ করেছে। উল্লেখ্য যে, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর নূরে আলম সিদ্দিকী ২৯ মার্চ ভোরে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

আরো পড়ুন: নূরে আলম সিদ্দিকী আর নেই

২৯ মার্চ (বুধবার) বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি রিয়াজ পারভেজ ,সাধারন সম্পাদক নজরুল ইসলাম ও নির্বাহী সম্পাদক স্বরুপ দাস এক শোক বার্তায় বলেন, নূরে আলম সিদ্দিকী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অবিচল থেকে উনসত্তরের স্বৈরাচার বিরোধী আন্দোলন, ৬ দফা আন্দোলন ও ৭০-এর নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

প্রবীণ রাজনীতিবিদ নূরে আলম সিদ্দিকী মানবিক গুণাবলি সম্পন্ন একজন মানুষ ছিলেন। স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় তাঁর অসামান্য অবদান রয়েছে। বাঙালি জাতির ইতিহাসে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

শোক বার্তায় তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।