নিয়োগ পরীক্ষা বন্ধ করতে উপ-উপাচার্যকে হুমকি

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুক্রবার অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষা বন্ধ করতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও কম্পিউটার সেন্টারের প্রশাসককে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে নগরীর বোয়ালিয়া থানাধীন টিকাপাড়া এলাকায় উপ-উপাচার্যের বাসায় ও ক্যাম্পাসে শিক্ষকদের আবাসিক এলাকায় আইসিটি প্রশাসকের নিজ বাসভবনের সামনে গিয়ে তাকে হুমকি দেয়া হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত ক্যাটালগার, ১০টা থেকে ১১টা পর্যন্ত ডাটা এন্ট্রি অপারেটর এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত গ্রন্থাগর সহকারী পদে তিনটি পরীক্ষা হওয়া কথা রয়েছে। এর মধ্যে ক্যাটালগার পদে ৩ জন, ডাটা এন্ট্রি অপারেটর পদে ২০ জন ও গ্রন্থাগর সহকারী পদে ৪ জন নিয়োগ দেয়া হবে।

উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান  জানান, ‘আমি তখন বাসায় ছিলাম না। বৃহস্পতিবার রাত ১১টার দিকে আমার টিকাপাড়ার বাসায় ৫০/৬০ জন লোক এসে আমার পরিবারকে হুমকি দেয়। আমার পরিবারকে তারা বলে যায়, কাল যেন নিয়োগ পরীক্ষা না নেয়া হয়।

তিনি বলেন, ‘আমি থাকলে জানি না, তারা কী করতো। তবে এটা খুবই দুঃখজনক ঘটনা। এই ঘটনা আমার এবং আমার পরিবারের জন্য হুমকিস্বরূপ।’

এদিকে কম্পিউটার সেন্টারের প্রশাসক ও নিয়োগ পরীক্ষার পরিদর্শক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্যা  জানান, ‘কয়েকটি মোটরসাইকেলে কিছু অপরিচিত লোক আমার বাসায় এসে নক করে। কিন্তু আমি দরজা খুলিনি। তারা বাইরে থেকে বলে যায়, কাল যেন নিয়োগ পরীক্ষা না নেয়া হয়। এসময় তারা বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিয়ে যায়।’

এ বিষয়ে ডেপুটি কমিশনার (পূর্ব) আমীর জাফর বলেন, ‘আমাকে এ বিষয়ে জানানো হয়েছে। পরে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।’

এর আগে গত বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আওয়ামী লীগ নেতাকর্মীদের বাধায় চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগের একটি মৌখিক পরীক্ষা বন্ধ হয়ে যায়।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।