নাজিরহাট কলেজকে জাতীয়করণ না করায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

চট্টগ্রাম: নাজিরহাট কলেজকে জাতীয়করণের তালিকা থেকে বাদ দেওয়ার প্রতিবাদে চট্টগাম-খাগড়াছড়ি সড়কের নতুন রাস্তার মাথা এলাকায় প্রায় দুই ঘণ্টা ধরে সড়ক অবরোধ করে রাখে কলেজের শিক্ষার্থীরা।

শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সড়কের ওপর অবস্থান নেয় শিক্ষার্থীরা। এতে গুরুত্বপূর্ণ এই সড়কের দু’পাশে যানজটের সৃষ্টি হয়।

পরে পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলামের আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নাজিরহাট কলেজকে জাতীয়করণনের তালিকা থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ওই কলেজের শিক্ষার্থীরা সকাল ১১টা থেকে জড়ো হতে থাকে। পরে তারা সড়কের ওপর অবস্থান নিয়ে মিছিল-সমাবেশ করতে থাকে। এতে রাস্তার দু’ধারে যানজটের সৃষ্টি হয়।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, অনেক পুরোনো ও ঐতিহ্যবাহী কলেজ হওয়া সত্বেও নাজিরহাট কলেজকে সরকারিকরণ করা হয়নি। এই কলেজের শিক্ষার্থী সংখ্যাও অনেক বেশি।পাশাপাশি ফলাফলের হারও অনেক ভালো। আমরা তাই যৌক্তিক দাবিতে আন্দোলনে নেমেছি।

পরে শিক্ষার্থীরা পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের কাছে কলেজকে জাতীয়করণের দাবিতে স্মারকলিপি দেয়। এসময় মন্ত্রীর আশ্বাসের পরিপ্রক্ষিতে তারা অবরোধ তুলে নেয়।

এ বিষয়ে জানতে চাইলে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইসমাইল  বলেন, ‘কলেজকে জাতীয়করণের তালিকা থেকে বাদ দেওয়ার প্রতিবাদে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়েছিল। পরে মন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা সড়ক থেকে সরে গেছে। এখন গাড়ি চলাচল স্বাভাবিক আছে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।