দামুড়হুদায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা প্রশাসক

chuadanga-psc-pic21-11-16চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়–হুদা উপজেলায় আজ সোমবার চলমান প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ২টি কেন্দ্রের হল পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আব্দুর রাজ্জাক। কেন্দ্রগুলো হলো- দামুড়হুদা পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও গোবিন্দহুদা মাধ্যমিক বিদ্যালয়। পরিদর্শনকালে তিনি পরীক্ষায় দায়িত্বরত শিক্ষকদের নিকট হতে তিনি পরীক্ষার খোঁজ খবর নেন এবং সুন্দর পরিবেশে ছাত্র-ছাত্রীরা পরীক্ষা দিচ্ছে বলে সন্তোষ প্রকাশ করেন।
এসময় তিনি বলেন, শিক্ষক-শিক্ষিকা হচ্ছে মানুষ গড়ার কারিগর। আজ যারা সমাপনী পরীক্ষা দিচ্ছে তারা আগামী দিনের ভবিষ্যৎ। দেশের এই ভবিষ্যত কান্ডারীদের সামনের দিকে এগিয়ে নিতে শিক্ষক ও অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এ সময় দামুড়হুদার পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিকাশ কুমার সাহা, কেন্দ্র সচিব নজরুল ইসলাম এবং হল সুপার স্বরুপ কুমার দাস, আকবর আলী, আল হেলাল ও গোবিন্দহুদা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী উপজেলা শিক্ষা অফিসার হুমায়ন ও হল সুপার কুতুব উদ্দিন উপস্থিত ছিলেন।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।