তাপদাহ: স্কুল-কলেজের ছুটি না বাড়িয়ে অনলাইনে ক্লাস নেওয়ার আহবান

Image

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ফের না বাড়িয়ে অনলাইনে শ্রেণির কার্যক্রম পরিচালনা করার আহবান জানিয়েছেন অভিভাবক ঐক্য ফোরাম এর সভাপতি মো. জিয়াউল কবির দুলুর। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা বলেন তিনি।

বিবৃতিতে বলা হয়, সারা দেশে তীব্র তাপ প্রবাহ বয়ে যাওয়ায় এবং সরকার হিট অ্যালার্ট জারি করায় দেশের সব স্কুল কলেজ মাদ্রাসা ৭ দিনের জন্য বন্ধ করার দাবি জানায় অভিভাবক ঐক্য ফোরাম। এই দাবির প্রেক্ষিতে সরকার ২৭ এপ্রিল পর্যন্ত সব স্কুল-কলেজ-মাদ্রাসা সাত দিনের ছুটি দেয়। কিন্তু আবার কোথাও কোথাও অতি তীব্র তাপপ্রবাহ বহমান থাকায় স্বাস্থ্য মন্ত্রণালয় আরও এক সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার পরামর্শ দিয়াছে।

আরো পড়ুন: তাপদাহ: ১০ দিন বন্ধ কুয়েট

বিবৃতিতে আরো বলা হয়, এ অবস্থার প্রেক্ষিতে অভিভাবকরা শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় এবং হিটস্ট্রোক থেকে রক্ষা পেতে অনলাইনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনার পরামর্শ দিচ্ছে। অনলাইনে শ্রেণির কার্যক্রম পরিচালনায় বন্ধের সময়ের শিক্ষার ঘারতি পূরণে অনেকটাই সহায়তা হবে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।