ঢাবির কলা অনুষদভু ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

Image

ঢাকা বিশ্ববিদ‌্যালয়ের (ঢাবি) কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শনিবার (২ অক্টোবর) বেলা ১১টায় শুরু হবে পরীক্ষা। চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।

‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ৪৭ হাজার ৬৩২ জন। এ ইউনিটের অধীন বিভাগগুলোতে মোট আসন ২ হাজার ৩৭৮টি। সে হিসাবে আসনপ্রতি প্রতিযোগী ২০ দশমিক ০৩ জন।

এবারই প্রথমবারের মতো রাজধানীর বাইরে হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকার বাইরে সাত বিভাগের সাত বিশ্ববিদ্যালয়ে হচ্ছে এ পরীক্ষা। রাজধানীর বাইরে পরীক্ষায় নিরাপত্তার বিষয়টি নিয়ে শঙ্কা প্রকাশ করছেন অনেকে।

তবে, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, রাজধানীর বাইরে পরীক্ষা নিয়ে কোনো শঙ্কা নেই। সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

ঢাকার বাইরে যেসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হচ্ছে সেগুলো হলো—চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।