টিজি অনুসারে পাঠদান না করানো শিক্ষকদের তথ্য পাঠানোর নির্দেশ

Image

শিক্ষক সহায়িকা (টিজি) অনুসারে শ্রেণিকক্ষে পাঠদান না করানো শিক্ষকদের তালিকা পাঠানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধানদের এই তথ্য পাঠাতে হবে।

রোববার (১৮ জুন) মাউশির সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাধ্যমিক স্তরের শিক্ষকদের নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের জন্য ০৫ (পাঁচ) দিন ব্যাপী প্রশিক্ষণ, শিক্ষক সহায়িকা ও মূল্যায়ন নির্দেশিকা প্রদান করা হয়েছে। এছাড়াও মুক্ত পাঠের মাধ্যমে মূল্যায়ন সংক্রান্ত অনলাইন কোর্স সম্পন্ন হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোন কোন শিক্ষক সে অনুসারে শিক্ষার্থীদের পাঠদান করছেন না, যা চাকুরির শৃঙ্খলার পরিপন্থী। এক্ষেত্রে শিক্ষকগণকে শ্রেণি পাঠদান ও মূল্যায়ন সংক্রান্ত প্রশিক্ষণ লব্ধজ্ঞান, অভিজ্ঞতা এবং শিক্ষক সহায়িকা (TG) অনুসরণপূর্বক পাঠদান করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।’’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘‘যে সকল প্রতিষ্ঠানের শিক্ষকগণ প্রশিক্ষণ ও শিক্ষক সহায়িকা (TG) অনুসরণপূর্বক শিক্ষার্থীদের পাঠদান করছেন না তাঁদের তথ্য প্রতিষ্ঠান প্রধানগণ সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করবেন। যে সকল শিক্ষক প্রশিক্ষণ লব্ধজ্ঞান ও শিক্ষক সহায়িকা (TG) অনুসারে পাঠদান করছেন না তিনি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।’’

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।