টিকা ছাড়া স্কুলে যেতে পারবে না শিক্ষার্থীরা

Image

অনলাইন ডেস্ক ॥ করোনাভাইরাসের টিকা না নিয়ে শিক্ষার্থীদের স্কুলে যাওয়া যাবে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি জানান, ১২ বছরের বেশি বয়সের শিক্ষার্থীদের অন্তত এক ডোজ টিকা নিয়ে স্কুলে যেতে হবে।শিক্ষা সংক্রান্ত কারিগরি কমিটির বৈঠকের সুপারিশ অনুযায়ী মন্ত্রিসভার বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে।

আরো পড়ুনঃ প্রাথমিকের প্রধান শিক্ষকরা দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার পদমর্যাদা পাচ্ছেন

আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এসব কথা জানান। এছাড়াও বাস, ট্রেন, বিমান ও লঞ্চে চলাচল করতে ডাবল ডোজ টিকার সার্টিফিকেট থাকতে হবে বলে জানান তিনি।

গত বছরের ২৬ নবেম্বর থেকে সারাদেশে স্কুল শিক্ষার্থীদের টিকা কার্যক্রম শুরু হয়েছে। প্রথম ধাপে ৪৭টি জেলা শহরে কেন্দ্র স্থাপন করে ১২-১৭ বছরের শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়।

এর আগে ১ নবেম্বর থেকে ঢাকা মহানগরের আটটি স্কুলে ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ টিকাদান কেন্দ্রে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা গেছে, সারাদেশে টিকা পাওয়ার উপযোগী এক কোটি ২০ লাখ শিক্ষার্থী রয়েছে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।