জেএসসি-জেডিসি পরীক্ষায় কোচিং সেন্টারগুলোতে নজরদারি

‘আসন্ন জেএসসি-জেডিসি পরীক্ষায় প্রশ্ন ফাঁস রোধে কোচিং সেন্টারগুলোকে নজরদারিতে রাখছে সরকার বলে জানিয়েছেন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ।’ বুধবার সচিবালয়ে আসন্ন জেএসসি ও জেডিসি পরীক্ষা নকলমুক্ত, সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের  এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের কাউকেই ছাড় দেয়া হবে না। এসব পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত কোনো প্রকার গুজবে কেউ বিভ্রান্ত হবেন না। কোনোভাবেই এসব পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোও সরকারের নিয়ন্ত্রণে আছে।

আগামী ১ থেকে ১৭ নভেম্বর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার সূচি নির্ধারিত হয়েছে। এ দুইটি পরীক্ষায় এবার মোট শিক্ষার্থী ২৪ লাখ ১০ হাজার ১৫ জন।

এ সময় তিনি ছাত্র-ছাত্রীদের পরীক্ষায় মনোনিবেশ এবং অভিভাবক ও শিক্ষকদের ছাত্রদের অনুপ্রেরণা দেয়ার আহ্বান জানান।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।