জাবির নতুন রেজিস্ট্রার আবু হাসান

Image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখার ডেপুটি রেজিস্ট্রার আবু হাসান। আগামী ৬ মাসের জন্য তাকে এ দায়িত্ব দেয়া হয়েছে।
রবিবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন: মূল বেতনের ৫ শতাংশ প্রণোদনা পাচ্ছেন সরকারি কর্মচারীরা

অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বর্তমান চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ৫ জুলাই। বিশ্ববিদ্যালয় অ্যাক্টের ১২(৬) ধারা বলে রেজিস্ট্রার অফিসের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসানকে আগামী ৬ জুলাই থেকে ছয় মাসের জন্য রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব দেয়া হলো।

উল্লেখ্য, আবু হাসান ১ জুন ১৯৬২ সালে পাবনার ফরিদপুর উপজেলায় জন্মগ্রহণ করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যায়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে বিশ্ববিদ্যালয়ে যোগ দেয়ার আগে পর্যন্ত টাঙ্গাইলের একটি কলেজে শিক্ষকতা করতেন তিনি। ২০০০ সালের ২০ ডিসেম্বর সহকারী রেজিস্ট্রার হিসেবে বিশ্ববিদ্যালয় প্রশাসনে যোগ দেন। এরপর, ২০০৯ সালের জানুয়ারিতে তিনি উপ-রেজিস্ট্রার পদে পদোন্নতি পান। এরপর এস্টেট শাখা, টিচিং শাখা ও কাউন্সিল শাখায় দায়িত্ব পালন করেন আবু হাসান।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।