জাবির ‘ডি’ ইউনিটে মেয়ে শিফটের ফল প্রকাশ, পাশের হার ৫১%

Image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের মেয়ে শিফটের ফলাফল প্রকাশিত হয়েছে। পাশের হার ৫১ শতাংশ। বৃহস্পতিবার (২২ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ হয়। চলতি শিক্ষাবর্ষে ছেলে-মেয়ে আলাদা ইউনিটে পরীক্ষা নিয়েছে বিশ্ববিদ্যালয়টি।

জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নুহু আলম বলেন, ‘ডি’ ইউনিটে মেয়েদের ১৫৫ আসনের বিপরীতে আবেদন পড়েছিল ৩৭ হাজার ৮৭৭টি। এদের মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন প্রায় ২৫ হাজার শিক্ষার্থী। পাস করেছেন ১২ হাজার ৯০০ জন। সে হিসেবে পাশের হার ৫১ দশমিক ৬ শতাংশ।

তিনি বলেন, তবে নিয়ম অনুযায়ী নির্ধারিত আসনের ১০ গুণ বেশি সংখ্যক পরীক্ষার্থীর মেধাতালিকা ফলাফলে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: প্রকৌশল গুচ্ছের ফল প্রকাশ

ভর্তি পরীক্ষার ফলসহ বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে পাওয়া যাবে।

এর আগে গতকাল জুন ২১ বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির মেয়েদের পরীক্ষা শুরু হয়। এদিন দুপুর ১ টা ৫০ মিনিটে চতুর্থ শিফটের মধ্য দিয়ে চতুর্থ দিনের পরীক্ষা শেষ হয়। এরপর আজ বৃহস্পতিবার সকাল নয়টায় শুরু হয়ে দুপুর ১ টা ৫০ মিনিটে শেষ হয় ছেলেদের পরীক্ষা।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।