জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ জানুয়ারীতে

Image

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ বর্ষে শিক্ষার্থীদের ভর্তি আবেদন ও বিজ্ঞপ্তি আগামী বছরের জানুয়ারি মাসে প্রকাশ করা হবে। ক্লাস শুরু হবে মার্চের শুরুতে। আগের বছরের মতো এবারও জিপিএ নম্বরের ওপর ভিত্তি করে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (২৩ ডিসেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান এসব তথ্য জানান।

উপাচার্য বলেন, ‘২০২৩-২৪ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির বিষয়ে প্রাথমিক কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানুয়ারির মাঝামাঝি আবেদন শুরু হবে। এ সংক্রান্ত সব তথ্য দেওয়া হবে ওয়েবসাইটে।’

আরো পড়ুন: বুয়েট ভর্তি পরীক্ষার সম্ভাব্য তরিখ ২ মার্চ

তিনি বলেন, ‘ফেব্রুয়ারির মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করা হবে। এরপর মার্চের প্রথমদিকেই শুরু হবে প্রথম বর্ষের ক্লাস। শিগগিরই এ সংক্রান্ত সভা করে তারিখ চূড়ান্ত করে জানিয়ে দেওয়া হবে সবাইকে।’ এ তারিখ আরও আগেই দেওয়ার চেষ্টা থাকলেও কিছু জটিলতার কারণে হয়নি বলে জানান তিনি।

জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবারও আগের নিয়মে শিক্ষার্থী ভর্তি করানো হবে। এসএসসি এবং এইচএসসিতে প্রাপ্ত জিপিএর ভিত্তিতে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন। আলাদা করে কোনো পরীক্ষা হবে না।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।