ছাত্রলীগের কমিটির দ্বন্দ্বে রংপুর মেডিকেলের শিক্ষা কার্যক্রম বন্ধ

rangpur_mcরংপুর: রংপুর মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সংগঠনটির বিদ্রোহী নেতা-কর্মীরা কলেজের পরীক্ষাসহ শিক্ষা কার্যক্রম বন্ধ করে দিয়েছে। প্রসঙ্গত, মঙ্গলবার রাতে সংগঠনটির নতুন কমিটি ঘোষণা করা হয়।

বুধবার সকাল থেকে এই কমিটি ঘোষণার প্রতিবাদে পদবঞ্চিত নেতা-কর্মীরা কলেজের পরীক্ষাসহ শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেয়। এর আগে রাতে কমিটি ঘোষণার পরপরই প্রাক্তন কমিটির নেতারা অনুগামী কর্মীদের নিয়ে বিক্ষোভ সমাবেশ করে।

ছাত্রলীগের প্রাক্তন সভাপতি মাহফুজুল হক তালুকদার রাকিব জানান, তাদেরকে না জানিয়ে কমিটি ঘোষণা করায় তারা এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

নতুন সভাপতি মাসুদ পারভেজ জানান, তিন মাসের মধ্যে কমিটি ঘোষণার দায়িত্ব দেয়া হলেও তারা এক বছরেও কমিটি পূর্ণাঙ্গ করতে পারেনি। এ কারণে কেন্দ্রীয় কমিটির নির্দেশ রংপুর মহানগর কমিটি আগের কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি গঠন করেছে।

অধ্যক্ষ আবু তালেব জানান, কলেজের শিক্ষা কার্যক্রম শুরু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।