চুয়েটের সব পরীক্ষা স্থগিত

Image

ডেস্ক,১৩ মে ২০২৩:
ঘূর্ণিঝড় মোখার কারণে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আগামীকাল রোববার অনুষ্ঠেয় সব পরীক্ষা (লেভেল ও টার্ম) স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আরো পড়ুন: যবিপ্রবির ৬ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত, দুজনকে বাধ্যতামূলক অবসর

শনিবার (১৩ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) শেখ মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় মোখার কারণে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে আগামীকাল (১৪ মে) অনুষ্ঠেয় সব লেভেল ও টার্মের পরীক্ষা স্থগিত করা হলো। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট বিভাগ হতে পরীক্ষার তারিখ জানানো হবে।

তবে একাডেমিক কার্যক্রম চলবে কি না, এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রথম আলোকে বলেন, আগামীকাল ক্লাস চলবে কি না, আপাতত এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তখন সেটি সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দেওয়া হবে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।