চতুর্থ গণবিজ্ঞপ্তির দ্বিতীয় মেধাতালিকা নিয়ে যা জানা গেল

Image

চতুর্থ গণবিজ্ঞপ্তির মাধ্যমে দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৮ হাজারের বেশি শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছিল। যার মধ্যে সুপারিশ পেয়েছেন মাত্র ৩২ হাজার । এই অবস্থায় চতুর্থ গণবিজ্ঞপ্তির দ্বিতীয় মেধাতালিকা দেওয়া হবে কি না সে বিষয়ে আলোচনা চলছে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বলছে, চতুর্থ গণবিজ্ঞপ্তির দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করে কোনো লাভ হবে না। কেননা যে বিষয়গুলোতে পদ শূন্য রয়েছে; সে বিষয়ের নিবন্ধনধারী নেই। তাই দ্বিতীয় মেধাতালিকা প্রকাশের কোনো সম্ভাবনা নেই।

আরো পড়ুন: চতুর্থ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ কবে জানাল এনটিআরসিএ

এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসিএ’র সচিব মো. ওবায়দুর রহমান শিক্ষাবার্তাকে বলেন, ৪র্থ গণবিজ্ঞপ্তির ২য় মেরিট লিস্ট দেয়ার কোন সম্ভাবনা নেই। এক্ষেত্রে পোস্ট খালি থাকলেও ওই পদের যোগ্য লোক নেই। আবার যোগ্য লোক থাকলেও পোস্ট খালি নেই । কলেজ পর্যায়ে শূন্য পদের নেই বললেই চলে। তবে স্কুল পর্যায়ে অনেক ফাঁকা পদ থাকলেও সেসব পদের যোগ্য লোক নেই।

তিনি আরও বলেন, এখন ১৭ তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা দেখার কাজ চলমান রয়েছে। এই নিবন্ধনের মাধ্যমে আমরা বেশ কিছু যোগ্য প্রার্থী পাব বলে আশাবাদী। তখন চতুর্থ গণবিজ্ঞপ্তির শূন্য পদসহ নতুন করে সংগৃহীত শূন্য পদ নিয়ে আমরা ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশ করবো।

চাকরিপ্রার্থীরা বলছেন, তৃতীয় গণবিজ্ঞপ্তিতে দ্বিতীয় মেধাতালিকা থেকে কয়েক হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়েছিল। চতুর্থ গণবিজ্ঞপ্তিতে অনেকগুলো পদ ফাঁকা। এখান থেকে দ্বিতীয় মেধাতালিকায় নিয়োগের সুপারিশ করলে অনেকেরই চাকরি হবে। তাই চতুর্থ গণবিজ্ঞপ্তির দ্বিতীয় মেধাতালিকা প্রকাশের দাবি তাদের।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।