ঘুষের টাকাসহ শিক্ষা অফিসের কর্মচারী দুদকের হাতে ধরা

Image

রংপুর প্রতিনিধি , ১৭ অক্টোবর, ২০২২:

শিক্ষকদের কাছ থেকে নেয়া ঘুষের ১৬ হাজার টাকাসহ রংপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী শহিদুল ইসলাম সরকারকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার সকালে অফিস চলাকালে দুদকের রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হোসাইন শরীফের নেতৃত্বে অভিযান পরিচালনার সময় তাকে আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে হোসাইন শরীফ বলেন, অফিস সহকারী শহিদুল ইসলাম সরকার টাকার বিনিময়ে কাজ করার কথা বলে শিক্ষকদের কাছ থেকে অনৈতিক সুবিধা আদায় করছিলেন। শিক্ষকদের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক আবু হেনা আশিকুর রহমানের তত্ত্বাবধানে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে অভিযান পরিচালিত হয়। এ সময় শহিদুলের কাছ থেকে ঘুষের ১৬ হাজার টাকা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, শহিদুলকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার জিম্মায় দেয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোমবারই দুদকের প্রধান কার্যালয়ে কাগজপত্র পাঠানো হবে। অনুমোদন পেলে তার বিরুদ্ধে মামলা করা হবে।

এ ব্যাপারে জানতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান সিদ্দিকের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।