গুচ্ছে থাকবে না ইবি, অ্যাকাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত

ইবির দ্বিতীয় মেধাতালিকা

ইবি প্রতিনিধি,১৯ মার্চ ২০২৩:

গুচ্ছে না থাকার সিদ্ধান্ত নিয়েছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। আজ রোববার দুপুরে অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিজস্ব পদ্ধতিতেই ভর্তি পরীক্ষা নিতে চায় বিশ্ববিদ্যালয়টি।

অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তের বিষয়টি জানিয়েছেন শিক্ষক সমিতরি সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার। এটি এখন সিন্ডিকেটর সভায় পাস হলে ২০২২-২৩ শিক্ষাবর্ষে নিজস্ব পদ্ধতিতে যাবে ইবি।

আরো পড়ুন: ২৬ পদে ৫৪ জনকে নিয়োগ দেবে বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়

২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাও নিজস্বভাবে নেওয়ার দাবি জানিয়েছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তবে পরীক্ষার জটিলতা নিরসনের আশ্বাস দিয়ে গুচ্ছ পরীক্ষা নেওয়ার পক্ষে মতামত দেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু দেখা যায় এতে ভর্তি প্রক্রিয়ার জটিলতা, ভোগান্তি ও দীর্ঘসূত্রতা আরো বহুগুণে বৃদ্ধি পায়। এমনকি গণবিজ্ঞপ্তি দিয়েও ফাঁকা আসন পুরণ করতে ব্যর্থ হয়েছে কর্তৃপক্ষ।

ফলে শিক্ষার্থীদের ভোগান্তির কথা চিন্তা করে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইবি শিক্ষকরা। যার চূড়ান্ত সিদ্ধান্ত আজ রোববার বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় নেওয়া হলো।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।