“গতিরোধকে গতিহীন রামগতি টু লক্ষ্মীপুর সড়ক”

এমদাদ হোসেন সজীব: রামগতি টু লক্ষ্মীপুর ৪০কি.মি  আঞ্চলিক মহাসড়কে প্রায় ৩০ থেকে ৪০ টি গতিরোধকে দিশেহারা চালক,বাসযাএীসহ সাধারন যাতায়াতকারী। কয়েক মাস আগে রাস্তা ভঙ্গুর থাকায় নিশ্চিন্তে যাতায়াত করতে পারেনি কোন যানবাহন। সময় লাগতো প্রায় তিন গুন। বর্তমানে রাস্তা পাকা হলেও গতিরোধকের আধিক্যেও কারনে নির্ধারিত সময়ের চাইতে সময় বেশী লাগছে প্রায় ৩০মিনিট এর মতো। এমনকি মাএ ১কি.মি. এর মধ্যে রয়েছে ৫/৬ টির মতো স্পীড ব্রেকার। যএতএ স্থানে স্থাপিত এসব গতিরোধক দুর্ঘটনা রোধ করার চেয়ে দুর্ঘটনা ঘটার কারণ হয়ে দাঁড়িয়েছে। গতিরোধক গুলো অত্যাধিক উঁচু হওয়ায় সকল ধরনের যানবাহন গুলো চলাচলে চরম ভাবে বিঘœ সৃষ্টি হয়। যাএীরা প্রায় দুর্ঘটনার মুখোমুখি হন প্রচন্ড ঝাঁকুনিতে। রয়েছে ব্যাক্তি মালিকানাধীন একটি ভবনের সামনেও একাধিক গতিরোধক। রয়েছে একটি সাধারন বাড়ীর দরজায়ও। একটি আঞ্চলিক মহাসড়কে এতো বেশী গতিরোধক কোথাও দেখা না গেলে ও এই সড়কে তা চাক্ষুস ভাবে বিদ্যামান। গতিরোকের আধিক্যের ফলে বিভিন্ন সময় যানবাহনের বিভিন্ যনএপাতি অল্প সময়ে নষ্ট হয়ে যায় বলে জানান একাধিক চালক

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।