খুলনা-কলকাতা রুটে কাল থেকে চলবে ‘বন্ধন এক্সপ্রেস’

Image

ডেস্ক,২৮ মে ২০২২ঃ বাংলাদেশ-ভারতের মধ্যে আবারও আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হচ্ছে। আগামীকাল রবিবার (২৯ মে) থেকে আবারও কলকাতা-খুলনা রুটে ‘বন্ধন এক্সপ্রেস’-এর চলাচল শুরু হবে। ট্রেনটিকে বরণ করতে বেনাপোল সেজেছে নতুন সাজে।

করোনার কারণে দীর্ঘদিন খুলনা-কলকাতা রুটে বন্ধ থাকে ট্রেন। গত ১৭ এপ্রিল ভারতের ইষ্টার্ন রেলওয়ের একটি উচ্চ পদস্থ টিম পূণরায় ট্রেনটি চালু করতে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য বেনাপোল আসেন। এ সময় বাংলাদেশ রেলওয়ের পাকশি অফিসের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
‘বন্ধন এক্সপ্রেস’ চালুর তোড়জোড় চলছে গত তিনদিন ধরে। স্টেশনে চলছে ধোয়া মোছার কাজ। ৭ মে বসানো হয়েছে উন্নতমানের ১৪ টি সিসি ক্যামেরা।

বেনাপোল রেলওয়ে স্টেশনের স্টেশন মাষ্টার সাইদুর রহমান জানান, করোনার কারণে ২০২০ সালের ১৫ মার্চ তারিখে ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেন বন্ধ হয়ে যায়। দু’দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেয়া সিদ্ধান্ত মোতাবেক সব ঠিকঠাক থাকলে আগামীকাল রবিবার সকাল ৯ টা ৪৫ মিনিটে ভারতীয় বগী সমৃদ্ধ ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেন দীর্ঘদিন পর বেনাপোলের মাটি স্পর্শ করবে। ট্রেনটি কাষ্টমস এবং ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে বেনাপোল ছেড়ে খুলনার উদ্দেশে রওনা দেবে ১০ টা ৪৫ মিনিটে।

ফিরতি ট্রেন খুলনা ছেড়ে বেনাপোল পৌঁছাবে ৩ টা ১৫ মিনিটে। বেনাপোল ইমিগ্রেশন এবং কাষ্টমসের আনুষ্ঠানিকতা সেরে ভারতের উদ্দেশ্যে রওনা দেবে ৪টা ১৫ মিনিটে। তবে দীর্ঘ বিরতির পর ভারত ছেড়ে আসা ফিরতি ট্রেনটি কতজন যাত্রী নিয়ে বাংলাদেশে আসবে তা জানাতে পারেননি ষ্টেশন মাষ্টার।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।