ক্যাম্পাসে জঙ্গিবাদকে প্রশ্রয় দেয়া হবে না : জবি ভিসি

নিজস্ব প্রতিবেদক: ক্যাম্পাসে জঙ্গিবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেয়া হবে না। ক্যাম্পাসে যেন জঙ্গিবাদী মানসিকতার প্রবেশ না ঘটে সে ব্যাপারে শিক্ষক-শিক্ষার্থী সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

সোমবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শহীদ মিনারের সামনে জঙ্গি তৎপরতার প্রতিবাদে আয়োজিত উদীচী শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক সমাবেশে এসব কথা বলেন জবি ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমান।

তিনি আরো বলেন, দেশব্যাপী ছড়িয়ে পড়া জঙ্গিবাদের উৎস খুঁজে বের করতে হবে। বিশ্বদ্যিালয়গুলোতে আরো ব্যাপকেভাবে সাংস্কৃতিক কার্যক্রম বাড়াতে হবে। পাশাপাশি প্রতিদিন বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক কর্মসূচি রাখতে ক্রিয়াশীল সংগঠনের প্রতি আহ্বান জানান তিনি।

উদীচীর জবি  সংসদের সভাপতি হেদায়েত বাবুর সভাপতিত্বে সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জবি  ছাত্রলীগ সাধারণ সম্পাদক এসএম সিরাজুল ইসলাম, সামাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট  সভাপতি মেহরাব আজাদ, ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক পার্থ চৌধুরী, জবি আবৃত্তি সংসদের সভাপতি অমিতাভ রায় প্রমুখ।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ প্রতিবাদী এই সাংস্কৃতিক সমাবেশে সংহতি জানান।

পরে জঙ্গিবাদবিরোধী সঙ্গীত পরিবেশন করেন উদীচী জবি সংসদের সঙ্গীত বিভাগের শিক্ষার্থীরা এবং নৃত্য পরিবেশন করেন ঢাকা মহানগর উদীচীর নৃত্য বিভাগের শিল্পীরা।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।