কুমিল্লায় কলেজ শিক্ষক হত্যা মামলায় ৬ জনের ফাঁসি

কুমিল্লায় কলেজ শিক্ষক হত্যা

নিজস্ব প্রতিবেদক,২ মে ২০২৩: কুমিল্লা নগরীর বারপাড়া এলাকায় কলেজ শিক্ষক সাইফুল আলম সুজন হত্যা মামলায় ছয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া অনাদায়ে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরো পড়ুন: প্রশাসনের হস্তক্ষেপে প্রবেশপত্র পেল সুমাইয়া, দিচ্ছে পরীক্ষা

মঙ্গলবার (২ মে) সকাল ১১টায় কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা আদালতের এপিপি জাকির হোসেন।

জাকির হোসেন জানান, মোট আট আসামির মধ্যে ছয়জনের মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। যার মধ্যে একজন আসামিকে খালাস দেওয়া হয়েছে। বিচারাধীন একজনের মৃত্যু হয়।

আরও পড়ুন:

রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে জামাল, ইলিয়াস ও জাকির হোসেন আদালতে উপস্থিত ছিলেন। বাকি তিনজন নয়ন, কামাল ও মিঠুন পলাতক।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. জাকির হোসেন জানান, সম্পত্তি নিয়ে দ্বন্দ্বে ২০১০ সালের ৮ অক্টোবর সদর উপজেলার বারোপোড়া মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক সুজনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সুজনের বাবা ফারুক আজম পরদিন ৯ অক্টোবর বাদী হয়ে ১১ জনকে আসামি করে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ নয়জনের নামে চার্জশিট দাখিল করে। পরে ১৫ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ আদালত এ রায় দিলেন।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।