কলেজ শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ শুরু

গাজীপুর প্রতিনিধি ॥ বাংলাদেশ ব্যাংকের গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির হাজার বছরের জাতীয় মুক্তির আন্দোলন, সংগ্রাম ও স্বপ্ন বুকে ধারণ করে ৫২- এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬৬-এর ছয় দফা আন্দোলন, ৬৯-এর গণঅভ্যূত্থান ও ৭০-এর নির্বাচনে বিপুল বিজয় এনে দিয়েছেন।  তিনি মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ বিষয়ক কলেজ শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালায় লেকচার প্রদানকালে একথা বলেন।
মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতার চেতনা ও মূল্যবোধ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ধারণ ও লালনের লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ শীর্ষক সবার জন্য আবশ্যিক বিষয়ে কলেজ শিক্ষকদের এ বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম মঙ্গলবার থেকে শুরু হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ কোর্স উপদেষ্টা হিসেবে এ কর্মশালায় উপস্থিত ছিলেন। গাজীপুরের বোর্ডবাজারস্থিত বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে মঙ্গলবার অনুষ্ঠিত প্রথম ব্যাচের এই প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন কলেজের ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের ১২০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।