কবে খুলবে প্রাইমারি স্কুল জানালেন গণশিক্ষা প্রতিমন্ত্রী

শিক্ষাবার্তা

নিজস্ব প্রতিবেদক, ২৪ আগস্ট ২০২১
সব শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে সরকারি প্রাইমারি স্কুলগুলোও দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। করোনার কারণে এতোদিন স্কুল বন্ধ থাকলেও এবার খোলার সব প্রস্তুতি রয়েছে বলে জানা গেছে। তবে স্কুলগুলো ঠিক কবে খুলবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

তিনি বলেন, স্কুল খোলার সব প্রস্তুতি রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিলে আগামীকাল থেকেই স্কুলগুলো খুলে দিতে পারবো।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্কুল কবে খুলবে এ প্রশ্নের জবাবে জাকির হোসেন আরও বলেন, স্কুল খোলার জন্য সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশানা লাগবে। বর্তমান অবস্থায় হুট করে স্কুল খোলা যায় না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদ, স্বাস্থ্য বিশেষজ্ঞরা সবাই মিলে সিদ্ধান্ত নেবেন।

তিনি বলেন, স্কুল খোলার বিষয়ে আমাদের সব প্রস্তুতি আছে। মাননীয় প্রধানমন্ত্রী যদি আজকে নির্দেশনা দেন আমরা আগামীকাল থেকেই স্কুল খুলতে প্রস্তুত আছি। আল্লাহ যদি রহমত করেন আমরা খুব দ্রুত স্কুল খুলো দেবো।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।