এইচএসসির বিতর্কিত প্রশ্ন প্রণেতাদের গুরু পাপে লঘু দণ্ড

এসএসসির ফল

এ বছর ঢাকা শিক্ষা বোর্ডের এইচএসসি বাংলা প্রথমপত্রের পরীক্ষায় বিতর্কিত প্রশ্ন প্রণয়ণে জড়িত পাঁচ শিক্ষক আর কখনো পাবলিক পরীক্ষার দায়িত্ব পালন করতে পারবেন না। সংশ্লিষ্ট বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশের পর গতকাল বুধবার যশোর বোর্ড থেকে এ আদেশ জারি করা হয়েছে।

lg.php?bannerid=513&campaignid=34&zoneid=55&loc=https%3A%2F%2Fwww.dainikshiksha.com%2F%25E0%25A6%258F%25E0%25A6%2587%25E0%25A6%259A%25E0%25A6%258F%25E0%25A6%25B8%25E0%25A6%25B8%25E0%25A6%25BF%25E0%25A6%25B0 %25E0%25A6%25AC%25E0%25A6%25BF%25E0%25A6%25A4%25E0%25A6%25B0%25E0%25A7%258D%25E0%25A6%2595%25E0%25A6%25BF%25E0%25A6%25A4 %25E0%25A6%25AA%25E0%25A7%258D%25E0%25A6%25B0%25E0%25A6%25B6%25E0%25A7%258D%25E0%25A6%25A8 %25E0%25A6%25AA%25E0%25A7%258D%25E0%25A6%25B0%25E0%25A6%25A3%25E0%25A7%2587%25E0%25A6%25A4%25E0%25A6%25BE%25E0%25A6%25A6%25E0%25A7%2587%25E0%25A6%25B0 %25E0%25A6%2597%25E0%25A7%2581%25E0%25A6%25B0%25E0%25A7%2581 %25E0%25A6%25AA%25E0%25A6%25BE%25E0%25A6%25AA%25E0%25A7%2587 %25E0%25A6%25B2%25E0%25A6%2598%25E0%25A7%2581 %25E0%25A6%25A6%25E0%25A6%25A3%25E0%25A7%258D%25E0%25A6%25A1%2F242456%2F&referer=https%3A%2F%2Fwww.dainikshiksha

জানা গেছে, ‘সাম্প্রদায়িক উসকানিমূলক’ প্রশ্নটি করেছিলেন ঝিনাইদহের ডা. সাইফুল ইসলাম ডিগ্রি কলেজের বাংলার সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার পাল। ওই প্রশ্নটি মডারেশনের দায়িত্ব ছিলেন নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শ্যামল কুমার ঘোষ, কুষ্টিয়া ভেড়ামারা আদর্শ কলেজের সহকারী অধ্যাপক রেজাউল করিম, নড়াইলের সরকারি ভিক্টোরিয়া কলেজের সহযোগী অধ্যাপক সৈয়দ তাজউদ্দিন শাওন ও সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মো. শফিকুর রহমান। তাদের মধ্যে সৈয়দ তাজউদ্দিন শাওন ও মো. শফিকুর রহমান বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তা। তাদের সবাইকে পাবলিক পরীক্ষার সব কার্যক্রম থেকে বিরত রাখা হচ্ছে। 

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।