উপবৃত্তির ৪৩৯ কোটি টাকা পাচ্ছে শিক্ষার্থীরা

dpe-gov-shikkha

নিজস্ব প্রতিবেদক | ০৫ জুলাই, ২০২০
উপবৃত্তির ৪৩৮ কোটি ৯৬ লাখ টাকা পাচ্ছে প্রাথমিকের ১ কোটি ৫ লাখ ৯১ হাজারের বেশি শিক্ষার্থী। ২০১৯-২০ অর্থবছরে ৩য় কিস্তিতে তাদের এ টাকা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের মাধ্যমে বিতরণ করা হবে। রোববার (৫ জুলাই) শিক্ষার্থীদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে টাকা পাঠানোর অনুমতি দেয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র দৈনিক শিক্ষাডটকমকেএসব তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্পের ৩য় পর্যায়ের আওতায় ২০১৯-২০ অর্থবছরে ৩য় কিস্তিতে সারা দেশের ৪৯৯টি উপজেলার প্রাথমিকের ১ কোটি ৫ লাখ ৯১ হাজার ৯৮৩ জন শিক্ষার্থীকে উপবৃত্তির টাকা দেয়া হচ্ছে। রূপালী ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা শিওর ক্যাশের তাদের ৪৩৮ কোটি ৯৬ লাখ ২৯ হাজার ২৭৫ টাকা বিতরণ করা হবে। যদিও শিওরক্যাশের অদক্ষতায় সময়মতো টাকা তুলতে না পারা ও শিক্ষার্থী অভিভাবকদের কাছ থেকে এজেন্টদের কমিশন খাওয়ার অনেক অভিযোগ রয়েছে।

অধিদপ্তর সূত্র জানায়, উপবৃত্তির চাহিদা আপলোড করেছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তারা। সে চাহিদার আজ রোরবার (৫ জুলাই) প্রেক্ষিতে টাকা ছাড়ের অনুমতি দেয়া হয়েছে। ভ্যালিডেশন শেষ হবার পর উপজেলা ও থানা শিক্ষা কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া অনাপত্তিপত্র ভিত্তিতে বিতরণকারী সংস্থাকে উপবৃত্তির টাকা ছাড় করতে বলা হয়েছে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।