আরো ১৭০ কলেজের অধ্যক্ষ হচ্ছেন সরকারি কলেজের অধ্যাপকরা

Image

আরো ১৭০ টি সরকারিকৃত কলেজে অধ্যক্ষ পদে পদায়ন পেতে যাচ্ছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত অধ্যাপকরা। এ প্রতিষ্ঠানগুলোতে অধ্যক্ষ পদে পদায়ন পেতে শিক্ষা ক্যাডার অধ্যাপকদের কাছ থেকে আবেদন চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ শুক্রবার (২০ অক্টোবর) থেকে অধ্যাপকরা সরকারিকৃত প্রতিষ্ঠানগুলো অধ্যক্ষ হতে আবেদন করতে পারবেন। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ই-মেইলে আবেদন করার সুযোগ পাবেন তারা।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। শুক্রবার ওই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এর সঙ্গে ওই ১৭০টি সরকারিকৃত কলেজের তালিকা প্রকাশ করা হয়েছে।

আরো পড়ুন: অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ পদে বদলিতে অনলাইন আবেদনের সময় নির্ধারণ

সরকারি কলেজ শাখার সিনিয়র সহকারী সচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের অধ্যাপক পর্যায়ের কর্মকর্তাদের সদ্য সরকারিকৃত এ কলেজগুলোতে বদলি বা পদায়নের জন্য ১০ অক্টোবর থেকে ৩০ অক্টোবরের মধ্যে ইমেইলে ([email protected]) আবেদন পাঠানোর জন্য বলা হলো।

এর আগে গত জুন মাসে ১০৯টি সরকারিকৃত কলেজের অধ্যক্ষ পদে পদায়নে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের কাছ থেকে আবেদন নেয়া হয়েছিলো।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।