আমদানির পর কাঁচা মরিচের কেজি ২০০ টাকা

Image

ভারত থেকে আমদানি করা কাঁচা মরিচ দেশে আসার পর রাজধানী ঢাকায় পণ্যটির দাম কমতে শুরু করেছে। এরই মধ্যে পাইকারিতে কাঁচা মরিচের দাম নেমে এসেছে ১৫০ টাকার নিচে। আর খুচরা পর্যায়ে কাঁচা মরিচের কেজি ২০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। যা দুইদিন আগেও উঠেছিল ৬০০ টাকায়।

আজ সোমবার (৩ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারে প্রতি কেজি দেশি মরিচ পাইকারি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়। তবে খুচরা বাজারে মরিচের দাম ২০০ টাকায় পাওয়া যাচ্ছে।

কাজী পাড়া, শেওড়া পাড়ার কাঁচা বাজারগুলোতে সরজমিনে দেখা গেছে খুচরা পর্যায়ে কাঁচা মরিচ ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

কাজীপাড়ার বাসিন্দা সাব্বির আহমেদ বলেন, আজ মরিচ কিনে কিছুটা স্বস্তি পাওয়া যাচ্ছে। কাঁচা মরিচের যা দাম বৃদ্ধি পেয়েছিল, ফলে মরিচ কেনাই বন্ধ করে দিয়েছিলাম।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।