আফগানিস্তানকে হারিয়ে কিছুটা আশা বাঁচিয়ে রাখলেন কোহলীরা

ভারত-শিক্ষা

ডেস্ক,৪ নভেম্বর ২০২১ঃ
বিরাট কোহলীদের জয়। এ বারের টি২০ বিশ্বকাপে প্রথম বার জয়ের মুখ দেখল ভারত। আফগানিস্তানকে ৬৬ রানে হারিয়ে কিছুটা আশা বাঁচিয়ে রাখল তারা। পাঁচ বছর পর আন্তর্জাতিক টি২০ ম্যাচে উইকেট পেলেন রবিচন্দ্রন অশ্বিন।

আরো পড়ুনঃ Rahul Dravid: রাহুল দ্রাবিড়ই হলেন বিরাট কোহলীদের কোচ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় এলেন দায়িত্বে

T20 World Cup 2021: জয়ের মুখ দেখায় টিকে থাকলেন কোহলীরা,

ম্যাচ জিতলেও, টস হেরে গিয়েছিলেন কোহলী। প্রথমে ব্যাট করতে বাধ্য হয় ভারত। তবে অন্য দিনের মতো টস হারা মানে ম্যাচ হারা রেকর্ড বুধবার বাজেনি। রোহিত শর্মা এবং লোকেশ রাহুলের দাপুটে ব্যাটিং ভারতকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেয়। শুরু থেকেই মারতে শুরু করেন তাঁরা। রেয়াত করেননি রশিদ খানকেও। পাওয়ার প্লে-তে ৫৩ রান করে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সেরা ওপেনিং জুটির রেকর্ড গড়েন রোহিত-রাহুল। ১৪.৪ ওভারে রোহিত ও রাহুল ১৪০ রান তোলেন। দুই ওপেনারই অর্ধশতরান করেন। ৪৭ বলে ৭৪ রান করে আউট হন রোহিত। রাহুল করেন ৪৮ বলে ৬৯ রান।

আরো পড়ুনঃT20 World Cup 2021: বৃহস্পতিবার ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া অস্ট্রেলিয়া

তাঁরা ফিরে গেলেও ভারতের রানের গতি কমতে দেননি ঋষভ পন্থ এবং হার্দিক পাণ্ড্য। রশিদের চার ওভারে ৩৬ রান নেয় ভারত। সব থেকে বেশি মার খেয়েছেন নবীন উল হক। তাঁর চার ওভারে ওঠে ৫৯ রান। পন্থ এবং হার্দিক দু’জনেই ১৩টি করে বল খেলেছেন। পন্থ করেন ২৭ রান, হার্দিক করেন ৩৫ রান

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।