আঙুলে চোট নিয়ে মিরপুর ছাড়লেন তামিম

Image

বিপিএল দিয়ে মাঠে ফেরার অপেক্ষায় থাকা তামিম ইকবাল নতুন করে চোটে পড়েছেন। মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ইনডোরে তাসকিন আহমেদের বলে ব্যাটিং অনুশীলন করার সময় আঙুলে চোট পেয়েছেন বাঁহাতি ওপেনার। চোট কতটা গুরুত্বর তাৎক্ষণিকভাবে সেটার কিছু জানা যায়নি।

তাসকিন আহমেদ বল করছিলেন তামিম ইকবালকে। বেশ কিছুক্ষণ স্বাচ্ছন্দ্যেই খেলছিলেন এই ওপেনার। হঠাৎ লাফিয়ে উঠা বল আঘাত করে তামিমের বাঁ হাতের তর্জনিতে। ব্যথা পাওয়ার পর তিনি প্রস্তুতি নিচ্ছিলেন আবার ব্যাটিংয়েরও।

কিন্তু শেষ পর্যন্ত আর কোনো বল না খেলে চলে আসেন ইনডোরের ভেতরে। সেখানে তাকে বেশ কিছুক্ষণ শুশ্রূষা করেন ফিজিও বায়েজীদুল ইসলাম। পরে তামিমকে হাতে ব্যান্ডেজ নিয়ে মিরপুর ছাড়তে দেখা যায়।

ফিজিও বায়েজীদ জানান, ‘তেমন সিরিয়াস কিছু না। হাতে ফোলা যেন না বাড়ে এজন্য তাকে ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। আশা করছি কালকে থেকেই ব্যাট করতে পারবে।’

আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএলের এবারের আসর। এই টুর্নামেন্টে ফরচুন বরিশালের হয়ে খেলবেন তামিম। দলটির কোচ মিজানুর রহমানও ছিলেন অনুশীলনে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।