আগামীকাল দর্শনা মুক্ত দিবস

দামুড়হুদা, চুয়াডাঙ্গা ॥ জীবন বাজি রেখে দেশকে বাঁচাতে এ দেশের দামাল ছেলেরা ৩ ডিসেম্বর রাতভর পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে যুদ্ধে একের পর এক গুলি, মর্টারগান ও সেল নিক্ষেপ করে পরদিন ৪ ডিসেম্বর সকাল সাড়ে ৬টায় দর্শনা মুক্ত করে। এরপর সকাল ৭টার দিকে দর্শনা কেরু চিনিকলের জেনারেল অফিসের সামনে লাল-সবুজের পতাকা উড়িয়ে উল্লাস করে মাতৃভূমিকে নিজেদের দখলে নেন মুক্তিযোদ্ধারা। ১৯৭১ সালের ৩ ডিসেম্বর সন্ধ্যায় দর্শনা সীমান্তের ওপারে ভারতের গেটে সীমান্তে অবস্থানকারী মুক্তিযোদ্ধারা খবর পান দর্শনা পরানপুর বেলে মাঠে পাকিস্তানি হনাদার বাহিনী দখল করে আছে। এ খবর পেয়ে তারা রাতের খাবার খেয়ে কমান্ডার লিয়াকত আলীর নেতৃত্বে ৩০ জনের মুক্তিযোদ্ধা ও ভারতীয় সেনা সদস্য দর্শনার উত্তর-পশ্চিম প্রান্ত দিক থেকে একযোগে হামলা চালিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে প্রতিহত করেন। এরপর থেকে দর্শনা মুক্ত দিবস হিসেবে পালন করে আসছে।
Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।