নিজস্ব প্রতিবেদক | ০৩ অক্টোবর, ২০২১
অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়িয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। গত ২৫ সেপ্টেম্বর রেজিস্ট্রেশন শেষ হওয়ার কথা থাকলেও আগামী শুক্রবার (৭ অক্টোবর) পর্যন্ত রেজিস্ট্রেশনের সুযোগ পাবেন বাদপড়া শিক্ষার্থীরা। আর এ সময়ের মধ্যে রেজিস্ট্রেশনের ফরম পূরণ ও শিক্ষার্থীদের তথ্য সংশোধন করা যাবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এসব তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
আরো খবরঃ প্রাথমিকে পিইসি না হয়ে হবে বার্ষিক পরীক্ষা
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ খ্রিষ্টাব্দে ৮ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইনে তথ্য আপলোড, নিবন্ধন এবং আগের নিবন্ধনকৃতি শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের তথ্য সংশোধনের সময়সীমা ৭ অক্টোবর পর্যন্ত বহাল থাকবে।
কিছুদিন আগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, চলতি বছরের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জেএসসি ও জেডিসি পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। তবে, অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস সমাপনী পরীক্ষায় অংশ নিতে হবে। এ শিক্ষার্থীরা সনদ পাবেন।