কিশোরগঞ্জের অষ্টগ্রামে নাশকতার পরিকল্পনার অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ।
শিব্বীর আহমেদ মোহসীন (৪৯) উপজেলার তাহেরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
সোমবার দুপুরে অষ্টগ্রাম বড় বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের তাহেরাবাদ গ্রামের মৃত মাওলানা বাহাউদ্দিনের ছেলে।
অষ্টগ্রাম থানা পুলিশের দাবি শিব্বীর আহমেদ মোহসীন উপজেলা জামায়াতের আমির। নাশকতার পরিকল্পনা করছেন এমন তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়।