প্রাথমিক সমাপনী পরীক্ষা বাতিল !

ঢাকা : প্রাথমিক সমাপনী পরীক্ষা বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে সরকার। তবে বিষয়টি এখনো প্রক্রিয়াধীন বলে নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. হুমায়ুন খালিদ।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে মো. হুমায়ুন খালিদ বলেন, ‘অভিভাবকদের অভিব্যক্তি বিবেচনা করে পিইসি পরীক্ষা বাতিলের প্রস্তাবনা মন্ত্রিসভায় পাঠাবে মন্ত্রণালয়। মন্ত্রিসভা ঠিক করবে পিইসি থাকবে কি, থাকবে না। তবে এখনো পর্যন্ত মন্ত্রিসভায় সেই প্রস্তাব পাঠানো হয়নি।’

তিনি বলেন, ‘প্রাথমিক শিক্ষা যেহেতু অষ্টম শ্রেণি পর্যন্ত করা হয়েছে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মন্ত্রণালয় পিইসি বাতিলের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। তবে বাতিলের কর্তৃত্ব মন্ত্রিসভার, কারণ পিইসি পরীক্ষা চালু করার সিদ্ধন্ত মন্ত্রিসভা থেকেই নেয়া হয়েছিল। বাতিলের সিদ্ধান্তও মন্ত্রিসভাই দিবে।’

গত ৩১ মে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মুস্তাফিজুর রহমানও একই কথা বলেছিলেন, ‘আমরা চাই প্রাথমিক সমাপনী একটি হবে, আর তা অষ্টম শ্রেণিতে। অষ্টম শ্রেণির পরীক্ষা শেষে আমরা শিক্ষার্থীদের সনদ দেব।’

তিনি বলেন, ‘সবার বিবেচনায় এটা আসবে যে, প্রাথমিক সমাপনী পরীক্ষা একটাই থাকার কথা। আমরাও সেই বিবেচনা করবো, প্রাথমিক সমাপনী একটাই হবে।’

পঞ্চম শ্রেণির প্রাথমিক সমাপনী বাতিল হওয়া প্রসঙ্গে মন্ত্রী আরো বলেছিলেন, ‘যেহেতু মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছিল তাই উভয় মন্ত্রণালয়ের (শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা) একটি মতামত সেখানে (মন্ত্রিসভায়) যাবে। সমাপনী একটা না দুটো হবে- মন্ত্রিসভা সেই সিদ্ধান্ত দেবে। তবে আমরা চাইবো যে প্রাথমিকে যেন একটা সমাপনী পরীক্ষাই থাকে।’

নতুন প্রাথমিক সমাপনী পরীক্ষার (অষ্টম শ্রেণির) নাম কী হবে, সেটা সরকারের বিবেচনার জন্য মন্ত্রণালয় মতামত পাঠাবে। পিএসসি বা অন্য নামে হতে পারে, এটা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, শিগগিরই এসব বিষয়ে মতামত মন্ত্রিসভায় পাঠানো হবে জানিয়েছেন মন্ত্রী।

জাতীয় শিক্ষানীতির আলোকে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করে গত ১৮ মে তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করে সরকার।

চলতি বছর পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষা হবে কি না- এ প্রশ্নে তিনি বলেন, ‘চেষ্টা করছি কত দ্রুত এটা (একটি সমাপনী পরীক্ষা রাখার চূড়ান্ত সিদ্ধান্ত) করতে পারি। এখনও ছয় মাস সময় আছে। এ বছরই যেন বাস্তবায়ন করতে পারি সেই চেষ্টা করবো। এখন থেকে প্রস্তুতি নিলে এটা বাস্তবায়ন করতে পারবো।’

২০০৯ সালে মন্ত্রিসভার সিদ্ধান্তে পঞ্চম শ্রেণিতে প্রাথমিক সমাপনী পরীক্ষার (পিইসি) প্রচলন শুরু হয়। অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় জেএসসি পরীক্ষা।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।