অন্ধকার ভবনে এখনো আটক শাবির ভিসি-কোষাধ্যক্ষসহ অনেকে

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এখনো আটকা পড়ে আছেন শাবির ভিসি ও শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. অমিনুল হক ভূইয়া, কোষাধ্যক্ষ প্রফেসর ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, রেজিস্ট্রার ইসফাকুল হোসেনসহ আরো প্রায় অর্ধ-শতাধিক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী।
এদিকে বুধবার বিকেল ৪ টায় শিক্ষার্থীরা ওই ভবনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়। সন্ধ্যার পর অন্ধকার নেমে এলেও সেখানে বিদ্যুৎ সংযোগ চালু হয়নি। এতে করে অন্ধকারের মধ্যেই ওই ভবনে আটকা রয়েছেন সকলে।
আন্দোলনকারী শিক্ষার্থী তনু দীপ জানান, আমরা আমাদের দাবিতে অনড়। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবেই। আন্দোলনরত শিক্ষার্থীরা মোমের আলোতে এখনোও সেখানে অবস্থান অব্যাহত রেখেছেন।
Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।