শনিবার থেকে অনশনে যাবেন বেসরকারি শিক্ষকরা

তরিকুল ইসলাম সুমন : বেসরকারি মাধ্যমিক শিক্ষা জাতীয়কণের দাবিতে শিক্ষক লিয়াঁজো ফোরাম প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে। আগামী শনিবার থেকে তারা আমরণ অনশন শুরু করবেন বলে জানিয়েছেন আন্দোলন লিয়াঁজো ফোরামের আহ্বায়ক মো. আব্দুল খালেক। আব্দুল খালেক বলেন, ১২ জানুয়ারির মধ্যে জাতীয়করণের দাবি আদায় না হলে ১৩ জানুয়ারি থেকে তারা আমরণ অনশন কর্মসূচি পালন শুরু করবেন।

আব্দুল খালেক আরও জানান, সারা দেশে ২৭ হাজারের মতো মাধ্যমিক বিদ্যালয়ে সাড়ে ৪ লাখ শিক্ষক কর্মরত। জাতীয়করণের আওতায় না থাকায় তারা সুযোগ সুবিধা বঞ্চিত। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে। এদিকে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকরদের ৪ দিনের চলমান অনশনে এ পর্যন্ত ৭৪ জন অসুস্থ হয়েছেন। এদের মধ্যে ৩ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানিয়েছেন মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি ক্বারী রুহুল আমিন চৌধুরী। রুহুল আমিন চৌধুরী আরো বলেন, আমাদের কাছে এখনো সরকারিকরণ সংক্রান্ত কোনো সংবাদ আসেনি। সরকারি কোনো কর্মকর্তাও আনেনি। তবে কোনো আশ্বাস না আসা পর্যন্ত এ আমরণ অনশন চলবে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।