রুয়েটে ১ম বর্ষের ক্লাশ শুরু হবে ২৮ জানুয়ারী

রাবি প্রতিনিধি :রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর প্রথম বর্ষ ২০১৬-২০১৭ সেশনে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন সভা ২৭ জানুয়ারী এবং ক্লাশ শুরু হবে ২৮ জানুয়ারী শনিবার থেকে।

মঙ্গলবার সন্ধ্যায় রুয়েট প্রেস এন্ড ইনফরমেশন সেকশন থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রুয়েটে’র একাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রথম বর্ষের নবাগত ছাত-ছাত্রীদের ওরিয়েন্টেশন সভা ২৭ জানুয়ারী শক্রবার সকাল ১০ টায় কেন্দ্রীয় অডিটোরিয়ামে শুরু হবে।

প্রথম বর্ষে ভর্তিকৃত সকল শিক্ষার্থীকে সকাল ৯ টার মধ্যেই কেন্দ্রীয় অডিটোরিয়ামে উপস্থিত হয়ে নাম নিবন্ধন করতে হবে। ওরিয়েন্টেশনে প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের অংশ নেয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

ওরিয়েন্টেশন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাঃ রফিকুল আলম বেগ।

এদিকে আগামী ২৮ জানুয়ারী শনিবার থেকে নির্ধারিত রুটিন অনুযায়ী প্রথম বর্ষের প্রতিটি বিভাগের ক্লাশ শুরু হবে। ছাত্র-ছাত্রীদের নিজ দায়িত্বে ক্লাশ রুটিন জেনে নিয়ে ক্লাশে উপস্থিত হতে হবে।

কোন শিক্ষার্থী ১০ শিক্ষা দিবস ক্লাশে অনুপস্থিত থাকলে তার ছাত্রত্ব বাতিল হয়ে যাবে বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়।

এছাড়া প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থীদের নিজ দায়িত্বে আবাসন ব্যবস্থা করতে হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।