মুক্তিপণ আদায় চক্রের তিন সদস্য গ্রেফতার,লিবিয়ায় অপহরণ দেশে মুক্তিপণ

নিজস্ব প্রতিবেদক : ২৫ এপ্রিল:  লিবিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের অপহরণ করে বাংলাদেশে তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের অভিযোগে সন্দেহভাজন তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার দিবাগত রাতে মাদারীপুরের শিবচর থেকে তাদের গ্রেফতার করা হয়।

সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মিনহাজুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চক্রটি লিবিয়ায় বাংলাদেশিদের অপহরণ করে তাদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করত। এরপর তারা ওইসব পরিবারের কাছ থেকে ব্যাংক এবং বিকাশের মাধ্যমে মুক্তিপণের টাকা তুলে নিত। তাদের বিরুদ্ধে একটি মানি লন্ডারিং মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে আজ দুপুর ১২টায় মালিবাগের সিআইডি সদর দফতরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।