ভর্তি যুদ্ধের নামে শিশু নির্যাতন বন্ধের দাবি

খুলনা প্রতিনিধি : শহরের নামী দামী সরকারি ও বেসরকারি স্কুলে তৃতীয় শ্রেণিতে ভর্তি যুদ্ধের নামে শিশুদের ওপর মনস্তাতিক নির্যাতন বন্ধের দাবি জানিয়েছে জনউদ্যোগ, খুলনা নামের একটি সংগঠন।

শনিবার বেলা ১১টায় মহানগরীর পিকচার প্যালেস মোড়ে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। জনউদ্যোগের আহবায়ক অ্যাডভোকেট কুদরত-ই-খুদার সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- খুলনা পোল্ট্রি ফিস ফিডের মহাসচিব এস এম সোহরাব হোসেন, সিপিবির মহানগর সভাপতি এইচ এম শাহাদৎ, জাসদের মহানগর সাধারণ সম্পাদক খালিদ হোসেন, সুজনের মহানগরের আহ্বায়ক আলহাজ লোকমান হাকিম, নারী নেত্রী অ্যাডভোকেট শামীমা সুলতানা শীলু, অ্যাডভোকেট তসলিমা খাতুন ছন্দা, সেফের প্রকল্প সমন্বয়কারী মো. আসাদুজ্জামান, ব্লাস্টের অ্যাডভোকেট অশোক কুমার সাহা, মামুনর রশীদ, শেখ আ: হালিম, ছায়াবৃক্ষের মাহবুব আলম বাদশা, হিরন্ময় মণ্ডল, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের সাইদুর রহমান পিন্টু, উন্নয়ন কর্মী দীপক কুমার দে, সুব্রত সাহা, শ্যামল সরকার প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সব শিশুরাই সমান মেধার অধিকারী। উপযুক্ত পরিবেশ এবং সহযোগিতার অভাবে শিশুদের মেধা বিকাশের তারতম্য ঘটে। তাই বর্তমানে তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষা পদ্ধতি বাতিল করে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী লটারির মাধ্যমে ভর্তি করতে হবে। কোচিংয়ে মুখস্থ শিক্ষা মেধা বিকাশের পরিচায়ক নয় বরং স্কুলের সাধারণ ক্লাশ বাদ দিয়ে কোচিং ব্যবস্থা শিশুদের মেধা বিকশে বাধাগ্রস্থ করছে।

বক্তরা আরও বলেন, সরকারের প্রথমিক শিক্ষা পঞ্চম শ্রেণি পর্যন্ত অথচ সরকারি মাধ্যমিক স্কুলে তৃতীয় শ্রেণিতে ভর্তি বর্তমান শিক্ষা ব্যবস্থার সঙ্গে অসংঙ্গতিপূর্ণ। ছাত্রছাত্রীদের কাছ থেকে ডোনেশন ও বিভিন্ন নামে ফি নিয়ে তা শিক্ষা উন্নয়নে ব্যয় না করা যথার্থ নয়।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।