(বাউবি)ডিজাবিলিটি’র ভর্তির আবেদনের সময় বৃদ্ধি

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বাংলাদেশে প্রথমবারের মতো Disability Managment and Rehabilitaion বিষয়ক মাস্টার্স ডিগ্রী প্রোগ্রাম চালু হতে যাচ্ছে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)Master of Disability Managment and Rehabilitaion বিষয়ক এ প্রোগ্রাম চালু করছে।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের Master of Disability Managment and Rehabilitaion প্রোগ্রামে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন জমাদানের প্রক্রিয়ায়ও ইতোমধ্যে শুরু হয়েছে এবং তা আগামী ২১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। আগামী ২৫ আগস্ট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.bousst.edu.bd অথবা www.bou.edu.bd বা ০১৭২৬২০২০৬০ এই নম্বরে যোগাযোগ করা যাবে বলে বিশ্ববিদ্যালয়ের ডীন প্রফেসর মোঃ রেজানুর রহমান জানিয়েছেন।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।