বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি চট্টগ্রামের স্বতস্ফূর্ত মানববন্ধন সম্পন্ন

চট্রগ্রাম প্রতিনিধি,২৪ মার্চ ১৭ : সম্প্রতি চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার বার আউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নাসিম উদ্দিনকে শ্রেণি কক্ষে প্রবেশ করে অহেতুক তথাকথিত বখাটে মোঃ ইকবাল হোসেন কর্তৃক নির্মমভাবে হামলার শিকার হয়ে মাথা ফাটিয়ে রক্তাক্ত করণ ও পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মিসফা সুলতানাকে স্থানীয় বখাটে আহসান উল্লাহ টুটুল দ্বারা খুন্তি দিয়ে পিটিয়ে হাত পা ভেঙ্গে দেওয়ার প্রতিবাদে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি চট্টগ্রামের উদ্যোগে আজ ২৪ মার্চ শুক্রবার সকাল ১০.৩০ থেকে ১১.৩০টার পর্যস্ত চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে চট্টগ্রামের সকল শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এক মানববন্ধন কর্মসূচি সুসম্পন্ন হয়।

উক্ত মানববন্ধনে চট্টগ্রাম জেলা তথা বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক বৃন্দ, পেশাজীবী, সাংবাদিক, বুদ্ধিজীবী, সরকারি, বেসরকারীপদস্থ কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত মানববন্ধনে নেতৃবৃন্দরা বলেন, আগামী ৭ দিনের মধ্যে প্রধান শিক্ষক কাজী নাসিম উদ্দিনের উপর হামলাকারী বখাটে মোঃ ইকবাল হোসেনকে গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাব্যুনালে মামলাটির স্থানান্তরপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানান।
পটিয়া উপজেলার সহকারী শিক্ষিকা মিসফা সুলতানাকে খুন্তি দিয়ে পিঠিয়ে হাত পা ভেঙ্গে দেওয়ায় গ্রেপ্তারকৃত বখাটের মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানাস্তর করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ও চট্টগ্রাম জেলা সভাপতি কাইছারুল আলম জোর দাবি জানান। অন্যথায় পুনরায় মানববন্ধন, সাংবাদিক সম্মেলনসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
উক্ত মানববন্ধনটি সভাপতি কাইছারুল আলম ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ছিদ্দিকী ও সহ-সাধারণ সম্পাদক ফয়েজুল ইসলামের নেতৃত্বে মানববন্ধনের পর গোল চত্বর পর্যন্ত মৌন মিছিল অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলার সভাপতি শহীদুল্লাহ, আজিজুর রশিদ চৌধুরী, পানু লাল দত্ত, নুর মোহাম্মদ শিকদার, নুরুর ইসলাম, লিটন দেব, প্রবীর দেব, সঞ্জিব কুমার দে, বোয়ালখালী উপজেলার সভাপতি জসিম উদ্দিন তালুকদার, সীতাকুন্ড উপজেলার সভাপতি এস.এম. আতিকুর রহমান, সাতকানিয়া উপজেলার সহ-সভাপতি উত্তম চক্রবর্ত্তী, চান্দগাঁও থানার সহ-সভাপতি রূপালী বড়–য়া, মরিয়ম বেগম, চন্দনাইশ উপজেলার সিনিয়র সহ-সভাপতি জিতেন্দ্র লাল বয়া, আবুল কালাম, আনোয়ারা থানার সন্জীব মজুমদার, পুলক কুমার সেন, পটিয়া থানার সভাপতি শামীমা ইয়াছমিন, শামীম উদ্দিন চৌধুরী, রাউজান উপজেলার মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক জুলকর নাইন, কৈষ্ণব সরকার, সহকারী শিক্ষক নেতা মোঃ মনসুর আলম চৌধুরী, আবুল হাশেম, ইন্দ্রজিৎ ভট্টাচার্য্য, শামীমা আক্তার জাহান প্রমুখ।

প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রিয় নেতৃবৃন্দ জানান আগামী ৭দিনের মধ্যে যদি হামলাকারীদের গ্রেফতার করা না হলে সারা দেশে কঠোর কর্মসুচি ঘোষনা করা হবে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।