বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমিতি চুয়াডাঙ্গা সদর উপজেলা কমিটি গঠন

আব্দুস সালাম,চুয়াডাঙ্গা: বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমিতি চুয়াডাঙ্গা সদর উপজেলা কমিটি গঠন করা হয়েছে। গোলাম মোস্তফাকে আহবায়ক ও আব্দুস সালামকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট  এই কমিটি গঠন করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় বিটিসিএল ভবন চত্বরে সহকারি শিক্ষকদের নিয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এম,এ বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক মাকছুদা বেগম। সভার শুরুতে সহকারি শিক্ষক সমিতির প্রয়োজনীতা ও সংগঠনের প্রস্তাবিত ১১ দফা দাবি তুলে ব্যাপক আলোচনা করেণ দৌলতদিয়াড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক আব্দুস সালাম। পরে আলোচনায় অংশ নেন শংকরচন্দ্র বিদ্যালয়ের শিক্ষক গোলাম মোস্তফা, গাইদঘাটের মোজাম্মেল হক, দোস্তের আ,ফ,ম মইনুল আহসান পলাশ, ধুতুরহাটের নজরুল ইসলাম, কোটালীর সাইফ উদ্দিন, পীরপুরের শামীম হোসেন, নীলমনিগঞ্জের খালিদ হাসান মিলন,কেদারগঞ্জ মডেলের কাবেরী করিম ও বেলগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মনোয়ারা খুশি। সভায় বক্তারা সহকারী শিক্ষকদের জন্য সদ্য ঘোষিত বাস্তবায়নাধীন বৈষম্যপূর্ণ বেতন স্কেল সংশোধন পূর্বক প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকদের এক ধাপ নীচের স্কেল প্রদান এবং সরাসরি প্রধান শিক্ষক নিয়োগ বন্ধ করে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিতকরণের জন্য সরকারের প্রতি আহবান জানান। সভায় বক্তরা আরো বলেন- একটি বিদ্যালয়ের মূল চালিকা শক্তি হিসেবে কাজ করে সহকারী শিক্ষকরা। বিদ্যালয়ের পাঠদানে সম্পূর্ন ভূমিকা রাখে সহকারী শিক্ষকরা। আমরাই একমাত্র সরকারি কর্মচারী যারা সরকারের মাঠপর্যায়র (আদমশুমারী, শিশু জরীপ, বাড়ী জরীপ, ভোটার তালিকা, টিকাদান কর্মসূচী) সহ যাবতীয় কর্মসূচী পালন করে থাকি। সারাজীবন একই পদে যোগদান করে পদোন্নতি না পেয়ে অবসরে যেতে হয়। আবার প্রধান শিক্ষক পদে ২০১৩ সালের নিয়োগবিধি অনুযায়ী যোগ্যতা ¯œাতক পাশ এবং সহকারী শিক্ষক পদে নিয়োগ যোগ্যতাও ¯œাতক পাশ (পুরুষ)। একই যোগ্যতায় নিয়োগ পেয়ে বাস্তবায়নাধীন স্কেলে যে বৈষম্য পরিলক্ষিত হয় তা সম্পূর্নই বেমানান। রাষ্ট্রের অন্যান্য কর্মচারীরা নি¤œপদে যোগদান করে পর্যায়ক্রমে সর্বোচ্চ পদে আসীন হয়ে অবসরে যান। আর আমাদের ২০% এর মত সহকারী শিক্ষকদের ভাগ্যে প্রধান শিক্ষক পদে আসীন হওয়ার সুযোগ থাকে, তাও আবার স্ববেতনে।

সভাশেষে  গোলাম মোস্তফাকে আহবায়ক , যুগ্নআহবায়ক হিসাবে লিটন আলী জোর্য়াদ্দার, শামীম হোসেন, পরিতোষ কুমার প্রভাত, নজরুল ইসলাম আজমিরা খানম, খালিদ হাসান, মানোয়ার হোসেন, মশিউর রহমান, শহিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক, কাবেরী করিম, মনোয়ারা খুশি, সাইফ উদ্দিন, মারুফ বিল্লাহ, মোজাম্মেল হক ও আ,ফ,ম মইনুল আহসান পলাশ এবং আব্দুস সালামকে সচিব নির্বাচিত করে  ৪১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমিতির চুয়াডাঙ্গা সদর উপজেলা কমিটি গঠন করা হয়।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।