নর্থ সাউথ নিয়ে মিথ্যা সংবাদ প্রচার না করার অঙ্গীকার বসুন্ধরার

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) ছাত্রদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার থেকে সরে এসেছে বসুন্ধরা গ্রুপ। এছাড়া বসুন্ধরা গ্রুপের সবগুলো মিডিয়ায় গত কয়েক দিনে প্রচারিত সংবাদের ভিত্তিতে এনএসইউর কোনো ছাত্রের বিরুদ্ধেও কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করবে না ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব শর্তসাপেক্ষে এনএসইউর শিক্ষার্থীরাও বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে কোনো ধরনের মানববন্ধন কিংবা এ ধরনের কোনো প্রতিবাদ সমাবেশ করবে না। শনিবার বিকেলে ডিএমপি কমিশনার কার্যালয়ে এক ত্রিপক্ষীয় বৈঠকে এসব সিদ্ধান্ত হয়।
গত বুধবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় এ্যাপোলো হাসপাতালের গেইটে মোটরসাইকেল রাখার ঘটনাকে কেন্দ্র করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহরিয়ার হাসান তপুকে পিটিয়ে আহত করে বসুন্ধরা গ্রুপের ৮/১০ জন নিজস্ব নিরাপত্তারক্ষী। তারা ঘিরে ধরে ওই ছাত্রকে ফিল্মি স্টাইলে পেটাতে থাকে। খবর শুনে ঘটনাস্থলে ছুটে যান বিশ্ববিদ্যালয়টির আরো ১০/১৫ শিক্ষার্থী। তাদের ওপরও নারকীয় হামলা চালায় নিরাপত্তারক্ষীরা। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার তুলকালাম ঘটে যায় বসুন্ধরা আবাসিক এলাকায়।
পরিস্থিতি মোকাবিলায় বৃহস্পতিবার ডিএমপি, বিক্ষুব্ধ শিক্ষার্থীদের প্রতিনিধি বিশ্ববিদ্যালয় ও বসুন্ধরা কর্তৃপক্ষ বৈঠকে বসে। বৈঠকে সিদ্ধান্ত হয় বসুন্ধরা কর্তৃপক্ষ আহত ছাত্রের চিকিৎসার ব্যয়ভার বহন করবে, বসুন্ধরা গ্রুপের দায়ী নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে ডিএমপি ও বসুন্ধরা কর্তৃপক্ষ এবং ছাত্রদের সঙ্গে যথাযথ ব্যবহার করতে নিরাপত্তারক্ষীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিবে বসুন্ধরা গ্রুপ। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
কিন্তু পরদিন শুক্রবার বসুন্ধরা গ্রুপ তাদের সবগুলো মিডিয়ার (কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, নিউজ২৪, বাংলানিউজ ২৪ডটকম, দ্য সান) মাধ্যমে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘জঙ্গি’ অখ্যায়িত করে বানোয়াট সংবাদ পরিবেশন করে। ওইসব সংবাদে জঙ্গি কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত আছে এ রকম অভিযোগ করে নির্দিষ্টভাবে বেশ কয়েকজন ছাত্রের নাম ও ছবিও ছাপায় বসুন্ধরা গ্রুপের ওইসব মিডিয়া।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।