কুবি শিক্ষক সমিতির নির্বাচনে নীল দলের নিরঙ্কুশ জয়

কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচন-২০১৭ তে বঙ্গবন্ধু পরিষদ (মূল ধারার) ঘোষিত নীল দলের প্যানেল নিরঙ্কুশ জয় লাভ করেছে।

এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. আবু তাহের ও সাধারণ সম্পাদক পদে মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত নির্বাচনে ভোটগ্রহণ শেষে গণনা শেষে সন্ধ্যা সাড়ে ছয়টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. এ কে এম রায়হান উদ্দিন।

ড. আবু তাহের তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ড. বিশ্বজিৎ চন্দ্র দেবকে ২৫ ভোটে পরাজিত করেন। সাধারণ সম্পাদক পদে মেহেদী হাসান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিনকে ১৩ ভোটে পরাজিত করেছেন।

পরিষদের অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন মো. শামিমুল ইসলাম ও এন. এম. রবিউল আউয়াল চৌধুরী (সহ-সভাপতি), কাজী ওমর সিদ্দিকী (যুগ্ম সাধারণ সম্পাদক), তারিক হোসেন (কোষাধ্যক্ষ), মো. মোকাদ্দেস-উল-ইসলাম (সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক), মো. আসাদুজ্জামান (প্রচার ও প্রকাশনা সম্পাদক) এবং ৭ কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ড. জি এম মনিরুজ্জামান, মো. আইনুল হক, মো. জিয়া উদ্দিন, মো. মঈনুল হাছান, হুমায়ুন কাইসার, মো. শাহেদুর রহমান ও শারমিন সুলতানা।

শিক্ষক সমিতির বর্তমান কার্যনির্বাহী পরিষদ চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন শেষে ১ জানুয়ারী আনুষ্ঠানিক দায়িত্ব নেবে নবর্নিবাচিত কার্যনির্বাহী পরিষদ।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।