কালকিনিতে প্রাথমিক প্রধান শিক্ষককে লাঞ্ছিত। প্রধান শিক্ষক সমিতির প্রতিবাদ

নিজস্ব সংবাদদাতা, কালকিনি (মাদারীপুর) ॥ স্কুলে থেকে সোলার প্যানেল খুলে নিতে বাঁধা দেয়ায় মাদারীপুরের কালকিনিতে বিমল কৃষ্ণ বিশ্বাস নামের এক প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে ওই স্কুল ম্যানেজিং কমিরি সভাপতি।

পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রাথমিক প্রধান শিক্ষক সমিতি, শিক্ষক সমাজ,প্রাথমিক শিক্ষক সমিতি। গতকাল সোমবার বিকালে এ ঘটনাটি ঘটেছে।

পুলিশ ও বিদ্যালয় সুত্রে জানাগেছে, উপজেলার ১৬ নং খাতিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনে স্থাপনকৃত একটি সরকারি সোলার প্যানেল জোর পূর্বক নিজের বাড়িতে লাগানোর জন্য খুলে নিতে আসেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহাআলম মাতুব্বর। এসময় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল বিশ্বাস বাঁধা দিলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন সভাপতি শাহাআলম মাতুব্বর।

এ ঘটনা জানাজানি হলে উপজেলার সকল শিক্ষক সমাজের মাঝে নিন্দার ঝড় ওঠে। এদিকে এ ঘটনায় ডাসার থানার এসআই মান্নান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

শিক্ষক সাহাদাত হোসেন ও এইচ এম জোবায়ের হোসেন বলেন, আমরা ওই সভাপতির দৃষ্টান্তমুলক বিচার চাই। প্রধান শিক্ষক বিমল কৃষ্ণ বিশ্বাস অভিযোগ করে বলেন, আমি সোলার প্যানেল খুলে নিতে বাঁধা দিলে আমাদের সভাপতি শাহাআলম মাতুব্বর আমাকে লাঞ্ছিত করেন।

অভিযুক্ত স্কুল কমিটির সভাপতি শাহাআলমের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নিজামউদ্দিন ঢালী বলেন, ওই প্রধান শিক্ষক আমাদের কাছে অভিযোগ দিলে আমরা তার পাশে থাকবো।

এব্যাপারে উপজেলা ভারপ্রাপ্ত ইউএনও মো. শরীফুল ইসলাম বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

প্রধান শিক্ষক সমিতির সাংগাঠনিক সম্পাদক খাইরুল ইসলাম বলেন উপজেলা থেকে নায্য বিচার না হলে সারা দেশে আন্দোলন সড়িয়ে পড়বে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।