এইচএসসি পাস ‘এফসিপিএস ডাক্তার’ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ২ এপ্রিল:

রাজধানীর রামপুরা এলাকা থেকে একজন ভুয়া শিশু ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসককে গ্রেফতার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে রামপুরা পূর্ব হাজীপাড়া এলাকার যশোর মেডিসিন কর্ণারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। পরে ওই ভুয়া চিকিৎসককে ২ বছরের কারাদণ্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

সারওয়ার আলম জাগো নিউজকে বলেন, ‘ওয়ালী রেজা নামে ওই ব্যক্তি এইচএসসি পাস করেছেন। তবে যশোর মেডিসিন কর্ণারের সাইনবোর্ডে তিনি নিজের নামের সঙ্গে ‘এফসিপিএস ও এমডি ডিগ্রিধারী বিশেষজ্ঞ চিকিৎসক’ উল্লেখ করেছেন। কিন্তু অভিযানকালে তিনি এ সংক্রান্ত কোনো সার্টিফিকেট দেখাতে পারেননি’।

jagonews24

তিনি আরও বলেন, প্রতারণার অভিযোগে ওয়ালী রেজাকে ২ বছরের কারাদণ্ড দিয়ে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।