ওষুধ তৈরি প্রতিষ্ঠান সানোফি বাংলাদেশ ছেড়ে যাচ্ছে না




হ্যাপি আক্তার : আন্তর্জাতিক মানসম্পন্ন ওষুধ প্রস্তুত ও বাজারজাতকারী প্রতিষ্ঠান সানোফি বাংলাদেশ থেকে নিজেদের শাখা প্রতিষ্ঠান গুটিয়ে নিচ্ছে না। বুধবার এ তথ্য জানিয়েছেন সানোফির জেনারেল ম্যানেজার রামপ্রসাদ ভাট। চ্যানেল টোয়েন্টিফোর

সম্প্রতি কিছু গণমাধ্যমে প্রকাশিত হয়, দেশ ছেড়ে চলে যাচ্ছে সানোফি। দেশের অনৈতিক বিপণনব্যবস্থাকে দায়ী করে তাদের সকল পণ্যসহ চলে যাচ্ছে সানোফি। যা নিছক গুজব বলে জানান তিনি।

ফরাসি এ প্রতিষ্ঠান বাংলাদেশে কাজ করছে ১৯৫৮ সাল থেকে। সানোফি বাংলাদেশ লিমিটেডের মোট শেয়ারের মধ্যে ৪৫.৩৬ শতাংশ মালিকানা বাংলাদেশ সরকারের। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) অধীনে পরিচালিত এটি একটি লাভজনক প্রতিষ্ঠান। বাকি অংশের মালিকানায় রয়েছে সানোফি। এ দেশে তাদের এক হাজার কর্মী রয়েছে। ওষুধ উৎপাদন, মজুদ ও সরবরাহে আন্তর্জাতিক মান বজায় রাখে সানোফি, এমন স্বীকৃতি রয়েছে প্রতিষ্ঠানটির। ঢাকার টঙ্গীতে প্রতিষ্ঠানটির কারখানা রয়েছে।
সানোফির বাংলাদেশ ত্যাগের ঘোষণায় ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন ছিলো কর্মীরা। দেশ ছেড়ে না যাবার সিদ্ধান্তে স্বস্তি ফিরেছে সানোফিতে কর্মরত কর্মীদের।


Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।