“নবীন শিক্ষার্থীদের দায়িত্বশীল নাগরিক হওয়ার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের”

Image

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের দায়িত্বশীল নাগরিক হয়ে দেশ গড়ার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস. এম. এ. ফায়েজ।

শনিবার (২০ সেপ্টেম্বর) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠানের প্রথম দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষার্থীদের সমাজের সমস্যাগুলো বুঝতে হবে, সফলতার পথ খুঁজে পেতে হবে। সমস্যা সমাধানের চিন্তা থেকেই দায়িত্বশীল নাগরিক হয়ে জাতিকে এগিয়ে নেওয়া সম্ভব।”

তিনি আরও বলেন, “একটি বিশ্ববিদ্যালয় হলো সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। শিক্ষক-শিক্ষার্থী উভয়েই এখানে স্কলার। এখান থেকেই দেশসেরা মেধাবীরা বের হয়। ছোট ছোট বিষয়কেও গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীর ভবিষ্যৎ অনেক সময় ওই ক্ষুদ্র বিষয় থেকেই তৈরি হয়।”

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসুরুল্লাহ সভাপতিত্ব করেন। তিনি নবীনদের উদ্দেশে বলেন, “তোমাদের সময় কাটানোর জায়গা হবে শ্রেণিকক্ষ ও লাইব্রেরী। এর বাইরে সময় নষ্ট করলে ব্যর্থ হবে। আমি প্রতিটি বিভাগে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলব, যাতে শিক্ষক-শিক্ষার্থীর দূরত্ব কমে।”

উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলিসহ শিক্ষক-কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Image Not Found